নবান্নের আপত্তি নাকচ করে ৩ আইপিএস অফিসারকে নতুন পদে নিয়োগ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপির সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার পরই দায়িত্বে থাকা ওই তিনজনকে ডেপুটেশনে চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। রাজ্য সরকারের তরফে পাল্টা চিঠি দিয়ে বলা হয়েছিল, রাজ্য সরকার গুরুত্ব দিয়ে ওঅ ঘটনার জোরদার তদন্ত করছে। তাই তারা ডেপুটেশনে অফিসারদের পাঠাচ্ছে না। তাঁদের নো অবজেকশন দেওয়া হয়নি।
এরপরই রাজ্যের বাইরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজীব মিশ্রকে আইটিবিপিতে পোস্টিং দেওয়া হয়েছে। এসএসবিতে পাঠানো হয়েছে প্রবীণ ত্রিপাঠীকে। ভোলানাথ পাণ্ডেকে ব্যুরো অব পুলিশ রিসার্চে নিযু্ক্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই তিন অফিসারকে ২৪ ঘন্টার মধ্যে দিল্লিতে তাঁদের নিজেদের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নির্দেশকে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, এটা ১৯৫৪ সালের আইপিএস ক্যাডার রুলের বিরুদ্ধে।
GoI’s order of central deputation for 3 serving IPS officers of West Bengal despite the State’s objection is a colourable exercise of power and blatant misuse of emergency provision of IPS Cadre Rule 1954: West Bengal CM pic.twitter.com/mrckbKwI9Q
— ANI (@ANI) December 17, 2020
إرسال تعليق
Thank You for your important feedback