আন্দোলনরত কৃষকদের আরও একবার বৈঠকে ডাকল কেন্দ্র। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরমুখি হরফে চিঠি লিখে আন্দোলন কুলে নেওয়ার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর সচিবালয় কৃষকদের জন্য একটি পুস্তিকা এ কৃষমন্ত্রী নরেন্দ্র তোমারের চিঠিও গুরুমুখিতে ছাপিয়ে বিলি করার উদ্যোগ নিয়েছে। তাতে শিখদের জন্য মোদি সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা বলা হয়েছে। এবার তাঁদের পছন্দমতো কোনও দিনে বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে ৪০টি সংগঠনের কৃষক নেতাদের। এর আগে পাঁচটি বৈঠক ব্যর্থ হয়েছে। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড়। তিন প্কাহ ধরে তাঁরা দিস্সির সীমান্তে অবস্থান করছেন।
এরকইমধ্যে কৃষক ইউনিয়নগুলি সোমবার দিনভর অনশনের কর্মসূচি নিয়েছে। কৃষকদে বক্তব্য, ৩০ জনেরও বেশি আন্দোলনরত কৃষক মারা গিয়েছেন। তাঁরা তাঁদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। তাঁদের অবরোধে সিংঘু, আরচণ্ডী, পিয়াউ মানিয়ারি ও মঙ্গেশ সীমান্ত বন্ধ। দিল্লি-হরিয়ানা যাতায়াতাকারী গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback