১ জানুয়ারি নয়, জাতীয় সড়কে চলাচল করা সমস্ত চার চাকার গাড়িতে FASTag (ফাস্ট্যাগ) বাধ্যতামূলক করার দিন বদল করল ভারত সরকার। নয়া নির্দেশিকায় খবর, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে থেকে এটি কার্যকর করা হবে। গাড়িতে FASTag না থাকলে জরিমানা হবে বলেও স্পষ্ট ভাবে জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি ডিসেম্বর মাসেই জানিয়েছিলেন, নতুন বছরে জাতীয় সড়কে ভিড় ও যাতায়াতের সময় কমানোর জন্য টোল প্লাজাগুলিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শুরুর উদ্যোগ নেওয়া হবে। এরজন্যই গাড়িতে বাধ্যতামূলক করা হচ্ছে FASTag। ৭২০টির বেশি টোল প্লাজায় এই প্রক্রিয়ায় পেমেন্ট নেওয়া হবে। জানা গেছে, যে ব্যাঙ্ক থেকে FASTag কিনবেন, তাঁরাই একটা ই-ওয়ালেট তৈরি করে দেবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ও ইউপিআই মারফত এটি রিচার্জ করা যাবে। এছাড়া কোনও মোবাইল পেমেন্ট অ্যাপ দিয়েও FASTag রিচার্জ করানো যাবে।
إرسال تعليق
Thank You for your important feedback