কৃষকদের চারটি দাবির দুটিতে একমত হয়েছে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলি। বুধবার দিল্লিতে দুই পক্ষের মধ্যে আলোচনায় বিদ্যুতের দাম এবং ফসলের গোড়া পোড়ানোয় আইনি সাজা বাতিল নিয়ে সহমত হয়েছে। তবে কৃষকদের মূল দাবি কৃষি আইন বাতিল ও ফসলের ন্যূনতম দামের আইনি বৈধতার দাবি নিয়ে কোনও ঐকমত্য হয়নি। এনিয়ে ৪ জানুয়ারি কথা হবে।
৪০টি কৃষক সংগঠনের সঙ্গে এই বৈঠক চলে প্রায় পাঁচঘণ্টা। তার আগে দিল্লির সিংঘু সীমান্ত থেকে বিজ্ঞানভবনে আসেন কৃষক প্রতিনিধিরা। বৈঠক শেষে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, অর্ধেক দাবিদাওয়ার নিষ্পত্তি হয়েছে। বাকি দুই দাবি নিয়ে আলোচনা চলবে। তিনি আন্দোলন শান্তপূর্ণ রাখার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। তোমারের সঙ্গে ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ।
إرسال تعليق
Thank You for your important feedback