রক্তদান করলেই মিলবে ১ কেজি মাংস-পনির

রক্তদান করলেই মিলবে ১ কেজি মাংস অথবা পনির। রক্তদান করতে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ মুম্বইয়ে। করোনা আবহে মুম্বইয়ে রক্তদান অভিযানে প্রায় ৫০ শতাংশ ঘাটতি দেখা গেছে। ব্লাড ব্যাংকগুলিতেও রয়েছে রক্তের অভাব। এই পরিস্থিতিতে জনগণকে ফের উৎসাহ দিতেই যাঁরা রক্ত দেবেন তাঁদের নিজেদের পছন্দ অনুযায়ী মাংস কিংবা পনির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমাধান সদা সরভানকার। আগামী ১৩ ডিসেম্বর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 

শিবসেনার যুব ব্রিগেডের সদস্য সমাধান সরভানকার জানান,' WHO-এর ওয়েবসাইটে বলা হয়েছে পোলট্রি ও দুগ্ধজাত খাবার থেকে শরীরের প্রোটিনের যোগান পাওয়া যায়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক হবে। এরপরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।' জানা গিয়েছে, যাঁরা রক্তদান করবেন তাঁদের ১১ ডিসেম্বরের আগে নাম নথিভুক্ত করতে হবে। এখনও পর্যন্ত ৩০০ জন নাম লিখিয়েছেন। আয়োজক সংস্থার লক্ষ প্রায় ১০০০ ইউনিট রক্ত সংগ্রহ করা। তাঁদের আশা এই অভিনব উদ্যোগ আরও বেশি সংখ্যক মানুষকে উৎসাহিত করবে।           

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم