মাস্ক না পরার জরিমানা চিলির প্রেসিডেন্টের

 


দু লক্ষ টাকারও বেশি জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে। অপরাধ, প্রকাশ্যে মাস্ক না পরে বেরোনো। আমাদের দেশে সরকারি আইনকে পরোয়া না এখনও মানুষ যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, বিদেশে বিশেষ করে লাতিন আমেরিকার মতো তৃতীয় বিশ্বের দেশে আইন ভাঙলেই সাজা কিংবা জরিমানা। প্রেসিডেন্ট পিনেরা সমুদ্রতটে বেড়াচ্ছিলেন। হঠাৎই এক মহিলা এসে সেলফি তুলতে চায় তাঁর সঙ্গে। ছবিও তোলেন প্রেসিডেন্ট। কিন্তু তারপরই বিপত্তি। ওই মহিলা ছবি ফেসবুকে পোস্ট করেন এবং দ্রুত ভাইরাল হয়ে যায়, পুলিশের হাতে গেলে তারা প্রেসিডেন্টকে জরিমানা করে।

এখন দক্ষিণ আমেরিকাতে গ্রীষ্মকাল, চিলিতেও গরম। গত শীতে ও দেশে প্রচুর মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হন। কিন্তু এই গরমেও কমছে না সংক্রমণ। ছোট এই দেশে ৫ লক্ষ ৮১ হাজার ১৩৬ জনের করোনা হয়েছে। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১ জনের। এর ফলে কড়া পদক্ষেপ নিয়েছে সেই দেশ। মাস্ক না পড়লে ৩ হাজার ৫০০ ডলার জরিমানা অথবা জেল।                                        

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم