পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে দেশের পতাকা তুলল চিন। আমেরিকার প্রায় ৫০ বছর পর শুক্রবার ইতিহাস গড়ল তারা।চিনের মহাকাশ গবেষণা কেন্দ্রর তরফে সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চাঁদ থেকে নমুনা সংগ্রহ করতে চন্দ্রযান পাঠায় চিন। গত মঙ্গলবার চন্দ্রপৃষ্ঠে সফলভাবে সেটি নেমেছে। বুধবার চিনের এই চন্দ্রযান 'চ্যাং ৫' প্রায় ২ কেজি নমুনা সংগ্রহ করে শীঘই ফিরে আসবে। নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার চাঁদের মাটিতে উড়ল চিনের পতাকা। শুক্রবার চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) সেই ছবি প্রকাশ করে। বিজ্ঞানীদের আশা, এই মাটি ও পাথরের নমুনা থেকে চাঁদের অনেক অজানা বিষয়ে তথ্য জানা যাবে।
إرسال تعليق
Thank You for your important feedback