তিন দশক পর ভারত থেকে চাল আমদানি চিনের

তিন দশক পর এই প্রথম ভারত থেকে চাল আমদানি শুরু করল চিন। দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের বিবেচনা করলে চিনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশ্বে চাল রফতানিতে প্রথমেই রয়েছে ভারত আর আমদানির ক্ষেত্রে প্রথমে ছিল চিন। বছরে প্রায় চার মিলিয়ন টন চাল আমদানি করে বেজিং, কিন্তু এ যাবৎ গুণগত মানের কারণ দেখিয়েই ভারতের থেকে চাল কেনা একপ্রকার এড়িয়েই যেত চিন। তবে এই পরিস্থিতিতে রসদের জোগানে টান এবং ভারতের অপেক্ষাকৃত কম মূল্যই চিনের এই সিদ্ধান্তের কারণ বলেই মনে করছে সংশ্লিষ্ট শিল্প মহল। 

চাল রফতানি সংগঠনের সভাপতি বি ভি কৃষ্ণ রাও জানান, "এত বছর পর এই প্রথম চিন ভারত থেকে চাল আমদানি করল। আমরা আশা করছি, ভারতের চালের গুণমান দেখে আগামী বছরে এবারের তুলনায় বেশি চাল কিনতে পারে চিন।" এবার ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসের জন্য ১,০০,০০০ টন ভাঙা চাল আমদানির বরাত পেয়েছে ভারত, প্রতি টনে ৩০০ ডলার করে মূল্য ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, এতদিন তাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার ও পাকিস্তানের থেকেই চাল আমদানি করত চিন। তবে এবছর তাদের সীমিত জোগান থাকায় মূল্য বেড়েছে প্রতি টনের হিসেবে, যা ভারতের তুলনায় প্রায় ৩০ ডলার বেশি বলেই খবর। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم