ঝাড়গ্রামে পুলিশের সামনেই খেলার মাঠে গুলি, ধুন্ধুমার


মঙ্গলবার দিনে দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকা। পুলিশের উপস্থিতিতেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চলল গুলি। গুলি চলার পর এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। অভিযোগ, পুলিশ কর্মী বিশ্বজিৎ গুরুং খেলার মাঠে বচসার জেরে এক যুবককে পিস্তল বের করে গুলি করে। এমনকী গুলি করার পর তাঁকে ভোজালি দিয়েও কোপায় অভিযুক্ত ওই পুলিশ কর্মী। আহত যুবককে এলাকার মানুষজন তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। 


এই ঘটনার পরেই এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। অভিযোগ, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিতকুমার ভারত রাঠোর গত তিনদিন আগে এই ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর প্রতিটি খেলায় পুলিশ কর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। এদিনও খেলার মাঠে বেশ কয়েকজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই কীভাবে একজন পুলিশকর্মী গুলি চালালেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। 


 

ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। স্থানীয় মানুষজন বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। তাঁদের ক্ষোভ, ঝাড়গ্রাম শহর এবং শহরতলি এলাকায় আইনের শাসন অনেকটা শিথিল হয়ে গিয়েছে। পুলিশ শুধুমাত্র বালি এবং মোরাম খাদান থেকে তোলা তুলতেই ব্যস্ত। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ভাঙচুর চালানো হয় আরও কয়েকটি বাড়িতে। শেষমেশ পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করতে হয়। যদিও পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ঝাড়গ্রাম জেলা পুলিশের কর্তারা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم