অনেকে চুরির টাকা রাখতে বিজেপিতে যাচ্ছে, মেদিনীপুরে বললেন মমতা

নাম না করে দল ভাঙা, ঘর ভাঙার অভিযোগ তুলে বিজেপিকে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তাঁর মন্তব্য, অনেক চোর চুরির টাকা রাখার জন্য বিজেপি-তে যোগ দিচ্ছে। এভাবেই নাম না করে বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা তৃণমূল নেতাদের বিঁধেছেন তিনি। বলেন, যদি কেউ মনে করে তৃণমূলকে ব্ল্যাকমেল করব, দরাদরি করব, ভোটের সময় দলকে বিপদে ফেলব, জেনে রাখুন কিছু করতে পারবেন না। অধিকারী-ব্যানার্জি সকলকে নিয়েই সংসার।


সোমবার মেদিনীপুরে বিশাল জনসভায় শুভেন্দু অধিকারীকে নিয়ে মমতা কী বলেন, সেদিকেই নজর ছিল সবার। এই সভায় অবশ্য অধিকারী পরিবারের কেউ ছিলেন না। তাঁর দাবি, পশ্চিম মেদিনীপুরের সব বিধায়কই সভায় এসেছেন।  


মমতা বলেন,  আমরা অতীতকে ভুলি না। কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব, নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম। মঙ্গলবার থেকে প্রতিটি ব্লকে কৃষক ও শ্রমিকদের সমর্থনে ধরনা হবে। সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই ভুলিনি। সিপিএমকে তোপ দেগে তাঁর কথা, কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক। সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক - এরা বলে কিনা বাংলা চালাবে? বহিরাগতরা এসেছে, টাকা বিলোচ্ছে। কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে। বহিরাগতদের বাংলা দখল করতে দেব না।

 

 মমতার কথায়, বিজেপির গুন্ডা আছে, তৃণমূলের মতো কর্মী নেই। কেন্দ্রের প্রতি তাঁর তোপ, কোভিডের টাকা দেয়নি, কোন মুখে হিসেব চাইছে কেন্দ্র? পিএম কেয়ার্সের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করো। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। গুজরাত বানাতে দেব না বাংলাকে। কর্মীদের তাঁর নির্দেশ, বহিরাগত কারা আসছে, নজর রাখুন।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم