রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে তিনি ঘোষণা করলেন আগামী জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হবে। সেজন্য রাজ্য সরকারের আরও ২,২০০ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ডিএ মামলায় রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালের (SAT) রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। কিন্তু এরমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেয় বকেয়া ডিএ নিয়ে।

 

 বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি এই প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, ‘আপনাদের চিঠিটা আমায় খুব টাচ করেছে। দেখুন আমি আবেগতাড়িত লোক। রাগ হলে আমি রেগে যাই। সেটা আপনি আমায় দেখলে বুঝতে পারবেন। আমি খুশি হলেও খুশি হই, সেটাও আমায় দেখে বুঝতে পারবেন। আমি যদি বিরক্ত হই, সেটাও আমাকে দেখে বুঝতে পারবেন। আমি স্বচ্ছতা মেনে কাজ করি। ছলনা করে রাজনীতি করতে শিখিনি, করিও না’। রাজনৈতিক মহলের অভিমত, সামনেই বিধানসভা নির্বাচন। আর বকেয়া ডিএ নিয়ে অসন্তুষ্ট সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনই। তৃণমূলের সংগঠনেও এই নিয়ে চাপা অসন্তোষ রয়েছে। 


 

 

বিধানসভা ভোটের আগে ৩ শতাংশ ডিএ ঘোষণা করে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের অসন্তোষ কমানোর উদ্যোগ নিলেন। তিনি বলেন, রাজ্য সরকারের কর্মীরা সমস্যায় পড়ুক, সেটা চায় না রাজ্য সরকার। তাঁদের দিকেও নজর আছে এই সরকারের। সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও জানান, প্রতি বছর জানুয়ারিতে আমরা তো একটা ডিএ দিই। আমার ক্ষমতা থাক, বা না থাক, যেখান থেকে হোক জোগাড় করব। এবার জানুয়ারিতেও আপনারা তিন শতাংশ ডিএ পাবেন, এই পরিস্থিতির মধ্যেও।

 


 


অপরদিকে, এই করোনা পরিস্থিতির মধ্যেও বাংলায় কর্মসংস্থানে এক নম্বর বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দারিদ্র দূরীকরণে বাংলাই প্রথম। ই-গভর্নেন্স, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পেও এই বাংলা প্রথম। এই করোনা আবহেও এই রাজ্যের জিডিপি ২.৫ শতাংশ বেড়েছে। এমনকি করোনার জেরে দীর্ঘ লকডাউনে যেখানে অন্যান্য রাজ্যে বহু মানুষ কাজ হারিয়েছেন, সেখানে এই বাংলায় নতুন করে কর্মসংস্থান হয়েছে। কাজ পেয়েছেন বহু মানুষ। রাজ্যে কর্মহীনদের জন্য তৈরি করা হয়েছে পোর্টাল। যার মাধ্যমে ভিনরাজ্য থেকে ফেরা আইটি কর্মীরা কাজ পেয়েছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 

 

পাশাপাশি তিনি নতুন বিনিয়োগের কথাও বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেন, উইপ্রোতে ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। রাজ্যে তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি, আইটি হাব। আইটিসি, টিসিএস, ইনফোসিসের মতো সংস্থার মাধ্যমে এ রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত  করেছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم