ভোটের মুখে সেই সিঙ্গুরেই শিল্পের ঘোষণা মমতার

বিধানসভা ভোটের মুখে সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান, রাজ্য ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম সিঙ্গুরে ১১ একর জমির উপরে পার্ক তৈরি করছে। সিঙ্গুর রেল স্টেশনের কাছে প্রকল্পের জমি ঘেরার কাজও শুরু হয়ে গিয়েছে। ১০ থেকে ৩০ কাটার প্লট দেওয়া হবে ইচ্ছুক শিল্পপতিদের। বড় প্লটও থাকবে। শিল্পপতিদের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনাও করতে পারি। সেইসঙ্গে তিনি বলেন, জোর করে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। তাঁর দাবি, সিঙ্গুরের চাষিদের জমি ফেরত দেওয়া হয়েছে। এই সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার বিরুদ্ধে আন্দোবেন করেই ২০১১ সালে ক্ষমতায় আসেন মমতা।

উল্লেখ্য, সিঙ্গুরে মমতার শিল্পবিরোধী আন্দোলন এবার বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম বড় ইস্যু হতে চলেছে। গত লোকসভা ভোটে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি বিধানসভায় জিতেছে ১০,৪২৯ ভোটের ব্যবধানে। এরই পাশাপাশি মেদিনীপুর, ঝাড়গ্রামের মানুষের জন্য বড় কর্মসংস্থানের ঘোষণা করেছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে তিনি বলেন, সোমবার তাজপুরে রাজ্যের প্রথম গভীর সমুদ্র বন্দর গড়তে ইচ্ছাপত্র চেয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ৪,২০০ কোটি টাকার এই বন্দর গড়তে কোনও জমি অধিগ্রহণ করতে হবে না।  সেখানে কমপক্ষে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের বাসিন্দারা জানালেন মুখ্যমন্ত্রী। পানাগড়ের শিল্প পার্কে  ৪০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সেখানে ৩৮ একর জমি নিয়েছে ধানুকা গ্রুপ। বিরোধীদের বক্তব্য, ভোটের আগে ভোট কুড়োতেই এইসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এখন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم