অবশেষে বড়পর্দায় এল 'বাঘিনী'

দীর্ঘ কঠিন পথ পেরিয়ে অবশেষে বড়দিনে মুক্তি পেল বাঘিনী। রাজনৈতিক জীবনের শুরু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমার মুক্তির জন্য পোড়াতে হয়েছে বহু কাঠখড়। পরিচালক নেহাল দত্ত জানান, চারবছর আগে থেকেই  বাঘিনীর শুটিং শুরু হয়। তবে রিলিজ করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। শেষপর্যন্ত শুক্রবার সিনেমাহলে মুক্তি পাওয়ায় স্বস্তিতে সিনেমার নির্মাতারা।  

সাধারণ এক পরিবার থেকে আন্দোলন-প্রতিবাদের মধ্যে দিয়ে উঠে আসা এক রাজনৈতিক নেত্রীর জীবন ফুটে উঠেছে পরিচালক নেহাল দত্তের বাঘিনীতে। সিঙ্গুর-নন্দীগ্রামের মতো আন্দোলন থেকে মহাকরণে আক্রান্ত হওয়ার ঘটনাও রয়েছে সিনেমায়৷ বাঘিনী-র মূল চরিত্র ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ইন্দিরা। কলেজে পড়তে পড়তেই ছাত্র রাজনীতিতে যোগদান, সেখান থেকেই  রাজনীতির মূলস্রোতে আসা। নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে বিধানসভায় পা রাখেন ইন্দিরা। কয়েক বছর পর মায়ের আশীর্বাদে নতুন দল গঠন করে মানুষের জন্য দীর্ঘ লড়াই করেন তিনি। শেষে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলান তিনি।সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পিঙ্কি পাল। ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রুমা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে এই নাট্যপ্রিয় মানুষটি উঠে এসেছেন সিনে ক্যামেরায়। যদিও এটি তাঁর চতুর্থ সিনেমা হলেও, জীবনের সেরা কাজ এই বাঘিনী সিনেমাই বলে জানিয়েছেন তিনি। বাঘিনী  সিনেমাপ্রেমী মানুষের পছন্দ হবে বলেই আশাবাদী রুমা।

প্রসঙ্গত, নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে পিছিয়ে গিয়েছিল সিনেমার মুক্তির দিন। সিনেমার ট্রেলারও সরিয়ে নিতে হয়েছিল নির্মাতাদের। কিন্তু এবার আর বাঘিনীর মুক্তিতে বাধা নেই।     

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم