ট্যাবের বদলে এবার পড়ুয়াদের ১০ হাজার টাকা ক্যাস দেবে রাজ্য

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন করোনা আবহে ব্যাহত শিক্ষাবর্ষের জন্য ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাব দেবে রাজ্য সরকার। রাজ্যের মোট সাড়ে ৯ লাখ পড়ুয়াই ট্যাব পাবে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোল বেঁধেছে এই বিপুল সংখ্যক ট্যাব জোগাড় করতে। এত ট্যাব একসঙ্গে পাওয়া মুশকিল, তাই বিকল্প পথ বেছে নিল রাজ্য সরকার। 

মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে এককালীন ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার। ফলে এই টাকায় পড়ুয়া এবং অভিভাবকরা নিজেদের পছন্দমতো ট্যাব বাজার থেকে কিনে নিতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই প্রত্যেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, সাড়ে ৯ লাখ ট্যাবের জন্য সরকার টেন্ডার ডেকেছিল। কিন্তু কোনও সংস্থাই একলপ্তে এতগুলি ট্যাব সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছে। তিনি এরজন্য কেন্দ্রের চিনা দ্রব্যের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গও তোলেন। তাই এই মূহূর্তে দেড় থেকে দুই লাখ ট্যাব পাওয়া যেত। সেকারণে টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমান পরিস্থিতিতে ভরসা অনলাইন ক্লাসই ভরসা পড়ুয়াদের। তাই অনলাইন ক্লাস করার জন্য উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ছিল।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم