কাশ্মীরে নিহত ফুটবলার থেকে লস্কর হওয়া জঙ্গি

তিনি ছিলেন কলেজের ছাত্র। খেলতেন ফুটবল। ফুটবল খেলার নাম করে জুলাই মাসের একদিন উধাও হয়ে যান মামার বাড়ি থেকে। বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের পর  পাওয়া গিয়েছে তার দেহ। 

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওইদিন মারা গিয়েছে ২ জন। তারা লস্কর এ তৈবার জঙ্গি। এদের একজন পাকিস্তানি, অন্যজন আমির সিরাজ। কাশ্মীরের ফুটবলার। ক্রিরি বারামুল্লার ঘটনা। সোপোরের আদিপোরা থেকে নিখোঁজ হওয়ার পর জানা যায় লস্করে যোগ দিয়েছে। 

নিরাপত্তাবাহিনী একটি বাড়ি ঘিরে ফেলার পর বাড়ির ভিতরের জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে। তা না শোনায় গুলি চলে। পাল্টা গুলিও শুরু হয়। নিহত আরেকজনের পরিচয় জানা গিয়েছে। সে পাকিস্তানের আবরার ওরফে লাঙ্গু। তাদের কাছ থেকে গুলিকার্তুজ ছাড়াও নানা কাগজপত্র পাওয়া গিয়েছে। এর আগে অনন্তনাগে ২০ বছরের জেলাস্তরের ফুটবলার মাজিদ খানও ধরা পড়েছিল। তবে সে মূলস্রোতে ফিরে এসেছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم