গভীর রাতেই টেট আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ


বুধবার গভীর রাতে সল্টলেকের বিকাশভবনের সামনে থেকে টেট উত্তীর্ণ এসএসসি চাকরিপ্রার্থীদের বলপূর্বক সরিয়ে দিল বিধাননগর পুলিশ। অভিযোগ, বিক্ষোভরত আন্দোলনকারীদের আচমকা তুলে নিয়ে গিয়ে গভীর রাতে শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দিয়ে আসে পুলিশ। ফলে শীতের রাতে শিয়ালদা স্টেশন চত্বরেই খোলা আকাশের নীচে বাকি রাত কাটাতে হয় তাঁদের। রাতেই শিয়ালদায় বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। 


 


সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁরা নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করবেন। টেট উত্তীর্ণদের দাবি, পুলিশ বলপ্রয়োগ করে শান্তিপূর্ণ আন্দোলনকে তুলে দিয়েছে। তাতে বহু আন্দোলনকারী আহত হয়। অনেকের জামাকাপড়ও ছিঁড়ে যায়। আপার প্রাইমারির ১৪৩৩৯ পদে নিয়োগের দাবিতে গত মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় সল্টলেকের আচার্য ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থানে বসেন টেট উত্তীর্ণরা। 

বুধবার রাতেও কয়েকশো আন্দোলনকারী ধরণা মঞ্চে ছিল। রাত একটার পরই বিধাননগর সিটি পুলিশের বিশাল পুলিশবাহিনী সেখানে যায়। তাঁদের সঙ্গে বেশ কয়েকটি প্রিজন ভ্যান, বাস ও জলকামানও ছিল বলে দাবি আন্দোলনকারীদের। পুলিশ সরে যেতে বললেও আন্দোলনকারীরা পিছু না হঠলে বলপ্রয়োগ কর হয় বলে দাবি। দাবি, এরপরই আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। এমনকী, মহিলাদেরও একইভাবে সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, এবার তাঁরা আরও বড় আন্দোলনের পথে যাবেন। 


 


উল্লেখ্য, এর আগে টেট আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বিকাশ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন। কিন্তু বৈঠকে জট কাটেনি বলে দাবি টেট উত্তীর্ণদের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়  শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছে।তাই আলোচনার পর আন্দোলনকারীরা অবস্থান তুলে নেবে বলে আগেই জানিয়েছিল। যদিও আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা গোটা বিষয়টা অস্বীকার করেছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم