মারাদোনাকে সম্মান জানিয়ে জরিমানা মেসির

মারাদোনাকে সম্মান জানাতে নিজের জার্সি খুলে ফেলেছিলেন লিওনেল মেসি। সেজন্য তাঁর ৬০০ ইউরো জরিমানা হল। স্পেনের ফুটবল ফেডারেশন এই কথা জানিয়েছে। রবিবার বার্সেলোনার বিরুদ্ধে ৪-০ গোলে জয়ের পর তাঁর আচরণে জন্য ফেডারেশনের কম্পিটিশনস কমিটি আর্জেন্টিনার মেসিকে এই জরিমানা করেছে। 


বক্সের বাইরে থেকে বল মারার পর মেসি বার্সেলোনার নীল ও বারগান্ডি রঙের জার্সি খুলে তার তলায় থাকা মারাদোনের লাল কালো জার্সি দেখিয়েছিলেন। তারপর দুহাত দিয়ে মেসি আকাশের দিকে চুমু ছুঁড়ে দিয়েছিলেন। ম্যাচের পর মেসি সেই ছবির সঙ্গে মারাদোনা পুরানো ছবি পোস্ট করেন তাঁর পোস্টে। সঙ্গে স্প্যানিশে লেখা ছিল, বিদায়।

 গত সপ্তাহে ৬০ বছর বয়সে মৃত্যু হয়েছে কিংবদন্তি ফুটবলারের। জার্সি খোলার পর মেসিকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। ফেডারেশন সেটিকেও নাকচ করেনি। বার্সেলোনাকে ১৮০ ইউরো জরিমানা করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বার্সেলোনা ও মেসির আপিল করার সুযোগ রয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم