দেশে করোনায় সংক্রমিত হলেন আরও ২৯,৩৯৮ জন। এনিয়ে মোট সংক্রমিত এখন দাঁড়াল ৯৭,৯৬,৭৭০ জন। শুক্রবার নতুন মৃত ৪১৪ জন। মোট মৃত এখন ১,৪২,১৮৬ জন। মোট সুস্থ ৯২,৯০,৮৩৪ জন। পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার মারা গিয়েছেন ৪৬ জন। মোট মৃত এখন ৮,৯১৬ জন। নতুন সংক্রমিত হয়েছেন ২,৮০১ জন। মোট আক্রান্ত এখন ৫,১৩,৭৫২ জন। সুস্থতার হার এখন ৯৩.৭০ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৪,৮১,৩৮৫ জন। মৃতদের ১৯ জন কলকাতার, উত্তর ২৪ পরগনার ১৩ জন। মৃত ৪৬ জনের ৪২ জনেরই কোমরবিডিটি ছিল বলে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে। কলকাতায় নতুন সংক্রমিত ৬২২ জন, উত্তর ২৪ পরগনায় ৬১৩ জন।
إرسال تعليق
Thank You for your important feedback