এতদিন বাকি ছিল এই মহাদেশই। এবার করোনা পৌঁছে গেল অ্যান্টার্টিকাতেও। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা দুটি সামরিক ঘাঁটি অথবা নৌবাহিনীর জাহাজে ছিলেন। তাঁদের পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
অ্যান্টার্টিকায় যেসব দেশের কাজকর্ম রয়েছে, তাদের মধ্যে কেউই সংক্রমণের রিপোর্ট করেনি। চিলির সেনাবাহিনী সোমবার জানিয়েছে, তাদের অ্যান্টার্টিকার ঘাঁটিতে ৩৬ জনের করোনা সংক্রমণ দেখা গিয়েছে। মঙ্গলবারই চিলির স্বাস্থ্যমন্ত্রী জানান, তাদের সরবরাহ জাহাজ সার্জেন্ট আলদিয়ার ২১ জনের করোনা হয়েছে। এছাড়াও লাস এস্ত্রেলাস গ্রামে এক অসামরিক ব্যক্তির সংক্রমণ ধরা পড়েছে। ওই গ্রামেই চিলির জাহাজটি নোঙর করা রয়েছে। জাহাজের সবাইকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback