একই ঘর থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য
ছড়াল কেশিয়াড়িতে। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সকালে কেশিয়াড়ির
সাঁকমারী গ্রামে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় বছর ঊনিশের পিন্টু সিং নামে এক
যুবক ও অজ্ঞাতপরিচয় এক যুবতীর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, কাজের সূত্রে
দিল্লি থাকতেন পিন্টু। দিনকয়েক আগেই গ্রামের বাড়িতে এসেছেন তিনি। ওই যুবতী
রাতে পিন্টুর বড়িতে আসেন বলে মনে করছেন তাঁরা। সকালে ডাকাডাকির পরেও সাড়া
না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তাঁদের দেহ। তবে যুবতীর পরিচয় এখনও পর্যন্ত
জানা যায়নি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও সে বিষয়ে তাঁরা কিছু
জানতেন না বলেই জানিয়েছেন বাড়ির লোকজন। তবে পুলিশের প্রাথমিক অনুমান,
প্রণয়ঘটিত সম্পর্কের জেরেই আত্মহত্যা।
إرسال تعليق
Thank You for your important feedback