দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এখন তা লাগাতার ৫০ হাজারের নীচে। বুধবার তা হয়েছে ৩৬,৬০৪ জন। এনিয়ে মোট সংক্রমিত এখন ৯৪,৯৯,৪১৪। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। এখন মোট মৃত ৪,২৮,৬৪৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪৩,০৬২ জন। মোট সুস্থ ৮৯,৩২,৬৪৭ জন। মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩১,১১৮ জন।
অন্যদিকে, করোনার প্রকোপ ভয়ঙ্কর হয়ে উঠছে আমেরিকায়। মঙ্গলবার আড়াই হাজারেরও বেশি রোগী মারা গিয়েছেন। গত এপ্রিলের পর এটাই সর্বোচ্চ। আক্রান্ত একদিনে ১ লাখ ৮০ হাজারেরও বেশি। ইংল্যান্ডে এক মাসের লকডাউন শেষ হলেও বহু জায়গায় জারি রয়েছে কড়া নিয়ন্ত্রণ। আমেরিকা ও ইউরোপের দেশগুলি করোনার টিকা বণ্টনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আপাতত মডার্না ও ফাইজার টিকার দৌড়ে সবথেকে এগিয়ে। তারা টিকাদানের অনুমতি চেয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback