বিমল গুরুঙের সভা ঘিরে উত্তেজনা দার্জিলিঙে


রবিবার বিমল গুরুংয়ের সভা ঘিরে উত্তেজনায় টানটান দার্জিলিং। দার্জিলিং চকবাজারের মোটর স্ট্যান্ডে হবে গোর্খা জনমুক্তি মোর্চার এই সভা। তিনবছর পর পাহাড়ে আসছেন বিমল গুরুং। অজ্ঞাতবাস থেকে ফেরার পর শিলিগুড়িতে সভা করেছেন তিনি। তবে পাহাড়ে যাননি। মোর্চার নেতাকর্মীরা জানাচ্ছেন, শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার পথে ৩২টি জায়গায় তাঁকে স্বাগত জানানো হবে। গুরুঙের কনভয়ে থাকবে ৪০০টি গাড়ি। জনসভায় অন্তত ৪০ হাজার লোক হবে বলে তাঁদের আশা। মোর্চার নেতা তিলকচন্দ্র রোকা জানিয়েছেন, গুরুং এখন থেকে পাহাড়েই থাকবেন। এখান থেকেই কাজ করবেন। 

অন্যদিকে, ২৬ ডিসেম্বর গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী সোনাদা থেকে দার্জিলিং পদ।যাত্রা করবে। ভবিষ্যতের কর্মসূচিও তারা সেদিন ঘোষণা করবে। কাদের সঙ্গে রাজনৈতিক জোট করা হবে, বলা হবে তাও। শনিবার দার্জিলিঙে এক সভায় এই কথা জানান বিনয় তামাং। এই পদযাত্রা তাঁদের কাজকর্মের প্রতি মানুষের সমর্থন যাচাই করার জন্য। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم