দু’দিনের জন্য রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার


আগামী বছরের মাঝামাঝি রাজ্যে বিধানসভা নির্বাচন, হাতে সময় খুবই কম। ফলে দিন দিন বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সেইসঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এই অবহেই এবার ভোট প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে রাজ্যে দুদিনের সফরে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার তথা কমিশনে পশ্চিমঙ্গের ভারপ্রাপ্ত সুদীপ জৈন। তাঁর সঙ্গেই আসবেন আরও দুই কর্তা। সূত্রের খবর, তাঁরা প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরেও যেতে পারেন। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে ভোটের হওয়া বইতে শুরু করেছে জোর কদমে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন সুদীপ জৈন। রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে ভোট প্রস্তুতির কাজ দেখতে পারেন তাঁরা। কমিশনের কর্তাদের ভোট প্রস্তুতি পর্বে এই ধরনের জেলা সফর কার্যত নজিরবিহীন। কারণ সাধারণত এই পর্বে কমিশনের কর্তারা জেলাশাসক, পুলিশ সুপার বা পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এবার সরাসরি জেলা সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও রাজের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব সহ অন্যন্য আধিকারিকরা

ইতিমধেই রাজ্যের জেলাশাসকদের সঙ্গে প্রথম পর্যায়ের ভোট প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন। আগামী পরশু অর্থাৎ সোমবার ফের ভিডিও বৈঠক করবেন। পাশাপাশি রাজ্যের ঝুঁকিপূর্ণ বুথগুলির ম্যাপিং ইতিমধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন বলে জানা যাচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্যও নির্বাচন কমিশন সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। সবমিলিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এবার অভূতপূর্ব বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم