নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এবার নন্দীগ্রামে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করবেন তৃণমূলনেত্রী। বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্যতম এক শীর্ষনেতা শুভেন্দুর বিজেপিতে যোগদানে দলের অন্তরে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এবার নন্দীগ্রামে গিয়ে কি বার্তা দেন তৃণমূল নেত্রী তার অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল। কিন্তু মুখ্যমন্ত্রীর সভার আগে উঠছে গুরুতর প্রশ্ন। কাঁথিতে শিশির অধিকারীর বাড়ির অদূরেই তৃণমূল নেতারা তাঁর বড়ছেলে শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘মীরজাফর’ বলে তোপ দেগেছেন। কাঁথির ওই সভায় আমন্ত্রিতও ছিলেন শিশিরবাবু। কিন্তু অসুস্থতার কারণে তিনি ওই সভায় যাননি। তবে তিনি নিশ্চই এই সমস্ত কথা তিনি টিভিতে শুনেছেন।
সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তিনি ব্যাথিত। কিন্তু এবার সয়ং দলনেত্রী আসছেন জেলায়, করবেন জনসভাও। আবার শিশির অধিকারী জেলা তৃণমূল সভাপতি। ফলে দলনেত্রীর সভায় তাঁর উপস্থিতি অবশ্যিক বলেই মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকেই তিনি কার্যত নীরব। এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। উল্টে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অনুপস্থিত থেকে জল্পনা আরও বাড়িয়েছেন। এমনকি অধিকারী পরিবারের আরও দুই সদস্য তমলুকের তৃণমূল সাংসদ দীব্যেন্দু এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারীও নিশ্চুপ। তাঁরাও এই বিষয়ে মুখ খোলেননি, এমনকি কাঁথিতে তৃণমূলের সভাতেও যাননি। এরমধ্যেই জানা গেল আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে আসছেন তৃণমূল নেত্রী। এবার কী করবে অধিকারী পরিবার? দোলাচলে জেলার তৃণমূল নেতারাও।
إرسال تعليق
Thank You for your important feedback