কৃষক আন্দোলনের সমর্থনে অনশনে রাজনৈতিক বন্দিরা

 কৃষকরা অন্নদাতা, তাঁদের সর্মথনে এবার অনশনে বসলেন দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিরা। রবিবার কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন তাঁরা। দমদম সেন্ট্রাল জেলের ১০ জন রাজনৈতিক বন্দি অনশন করছেন। সোমবার বহরমপুর সেন্ট্রাল জেলেও ৮ জন অনশন করবেন বলে জানানো হয়েছে। 

 


রাজনৈতিক বন্দিদের তরফে অখিল চন্দ্র ঘোষ এক প্রেস বিবৃতি জারি করে জানান, কৃষকরা আমাদের অন্নদাতা। নিজেদের অধিকার আদায়ের জন্য  দিল্লির কনকনে ঠান্ডাতেও দীর্ঘ একমাস ব্যাপী আন্দোলন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত ২১ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। শত প্রতিরোধ সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় কৃষকরা। তাঁদের উন্নয়ন ও অধিকারের জন্যই ভারত সরকারের অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহার করা দরকার। বাড়তি ফসল কিভাবে, কত দামে বাজারে পাঠাবেন তা ঠিক করার অধিকার শুধুমাত্র কৃষকদেরই থাকা উচিত। তাই রবিবার কৃষক আন্দোলনের সর্মথনে দমদম সেন্ট্রাল জেলের ১০ জন রাজনৈতিক বন্দি একদিনের প্রতীকী অনশনে বসছেন।
উল্লেখ্য, কৃষকদের সমর্থনে সোমবার অনশনে বসবেন বহরমপুর জেলের ৮ রাজনৈতিক বন্দিও। তাঁদেরও দাবি অবিলম্বে কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সহানুভূতির সঙ্গে সমস্যা সমাধান করবে কেন্দ্রীয় সরকার।  


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم