শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হারিয়ে চমক দিল আর্সেনাল। আবার ঘরের
মাঠেই নিউ ক্যাসেলকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলল ম্যান সিটি। অন্য
ম্যাচে লেস্টার সিটির সঙ্গে ম্যাচ ড্র করে হার বাঁচাল রেড ডেভিলসরা। জয় পেল
এভারটনও।
শনিবারের হাই প্রোফাইল ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল
আর্সেনাল। উত্তেজক ম্যাচে ৩-১ গোলে জয় পেল আর্সেনাল। লিগের সাত ম্যাচ পর
জয়ের মুখ দেখল মাইকেল আর্তেয়ার দল। শেষ ১ নভেম্বর ওল্ড ট্রেফোর্ডে
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। পরবর্তী দু’মাসে
সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে ও দুটিতে ড্র করেছে আর্সেনাল। এদিনের
ম্যাচে দাপটের সঙ্গেই খেলল গানার্সরা। প্রথমার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে
গোল করে দলকে এগিয়ে দেয় আলেসান্দ্রো। এরপর প্রথমার্ধের শেষ দিকে ফের গোল
করে গানার্সদের লিড দেয় গ্রানিট জাকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন নম্বর গোল
করেন বুকাও সাকা। তবে ম্যাচের একেবারে শেষ মূহুর্তে চেলসির হয়ে শান্তনা
গোল করেন ট্যামি আব্রাহাম। ১৫ ম্যাচের পাঁচটিতে জয় ও দুটিতে ড্র করে ১৭
পয়েন্ট নিয়ে লিগের ১৪ নম্বরে আর্সেনাল। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২৫
পয়েন্ট নিয়ে লিগের ৬ নম্বরে রয়েছে চেলসি।
শনিবার অপর ম্যাচে লেস্টার
সিটির বিরুদ্ধে খেলতে ২-২ গোলে ম্যাচ শেষ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ম্যাচের ২৩ মিনিটেই মারকাস রাসফ্রোর্ডের গোল এগিয়ে গিয়েছিল রেড ডেভিলসরা।
পাল্টা আক্রমণে ৩১ মিনিটে গোল করে লেস্টার সিটিকে ম্যাচের সমতায় ফেরান
হারভে ব্রার্নেস। ৭৯ মিনিটে ম্যাঞ্চেস্টারের হয়ে দ্বিতীয় গেলটি করেন ব্রুনো
ফেমান্ডেস। তখন দর্শকরা ধরেই নিয়েছিল ম্যাচ শেষে ৩ পয়েন্ট পাবে ম্যান ইউ।
কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁদের। ৮৫ মিনিটে নিজেদের গোলে বল জড়িয়ে ফেলেন
ম্যান ইউ ডিফেন্ডার। তাতেই ম্যাচের সমতায় ফেরে লেস্টার সিটি। ১৪ ম্যাচ খেলে
২৭ পয়েন্ট নিয়ে লিগের ৪ নম্বরেই থেকে গেল ম্যান ইউ। অন্যদিকে এক ম্যাচ
বেশি খেলে লিগের ৩ নম্বরে রয়েছে লেস্টার সিটি।
অন্য দিকে
প্রিমিয়ার লিগে টানা ৩ ম্যাচে জয়ী হল ম্যাঞ্চেস্টার সিটি। গুন্ডোগান এবং
ফেরান তোরেসের গোলে নিউ ক্যাস্টেলের বিরুদ্ধে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার
সিটি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে ৫ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
শনিবার রাতে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ২৯ পয়েন্ট পেয়ে লিগের ২
নম্বরে উঠে এল এভারটন।
إرسال تعليق
Thank You for your important feedback