মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই উলভসকে
হারিয়ে তিন পয়েন্ট তুলল ম্যান ইউ। ব্রাইটঅনকে হারাল আর্সেনাল। ওয়েস্ট
ব্রমকে ৫-০ গোলে উড়িয়ে দিল লিডস ইউনাইটেড। জয় পেল ব্রানলেও।
মঙ্গলবার
ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখেমুখি হয়েছিল উলভস। ঘরের মাঠ ওল্ড
ট্র্যাফোর্ডে ম্যাচের ইনজুরি টাইমের গোলে উলভসকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে
তুলল ওলে গুন্নার সোলসারের দল। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় গোল করেন মার্কাস
রাসফ্রোর্ড। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে বছরের শেষে লিগ টেবিলের ২ নম্বরে
ম্যান ইউ। ম্যাচ শেষে ম্যাঞ্চেস্টারের কোচ সোলসার বলেন, উলভসের বিরুদ্ধে এই
জয় তাঁদের কাছে বড় কারণ আমরা ভাল না খেলেও জিতেছি। সব ম্যাচে প্রচুর গোল
হয়না, কিন্তু ম্যাচ জেতাটা জরুরি বলে জানান ম্যান ইউ কোচ।
অন্যদিকের
ইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে খেলতে নেমে ১-০ গোলে
ম্যাচ শেষ করল আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ নষ্ট
করেন মাইকেল আর্তেয়ার দল। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আলেসান্দ্রো গোল করে
জিতিয়ে দেন গানার্সদের। ১৬ ম্যাচের ৬টিতে জয় ও দুটি ড্র করে ২০ পয়েন্ট
নিয়ে লিগের ১৩ নম্বরে আর্সেনাল। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট
নিয়ে লিগের ১৭ নম্বরে রয়েছে ব্রাইটঅন।
মঙ্গলবার গভীর রাতে ইপিএলের ওপর
ম্যাচে ওয়েস্ট ব্রমকে ৫—০ গোলে উড়িয়ে দিল লিডস ইউনাইটেড। ম্যাচের ৯
মিনিটে ওয়েস্ট ব্রমের রক্ষণভাগের খেলোয়াড় রোমাইনি নিজেদের জালেই বল
জড়িয়ে দেয়। লিডস ইউনাইটেডের বাকি চার গোল করেছেন জ্যাক হ্যারিসন,
রডরিজো, রাপহিনহা। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগের একাদশে লিডস ইউনাউটেড।
অন্যদিকে শোফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে লিগের ১৭ নম্বরে উঠে এল
ব্রুনলে। ওয়েস্ট হামের সঙ্গে ড্র করল সাউদ্যাম্পটন।
إرسال تعليق
Thank You for your important feedback