বরাবর ক্রিসমাসের আগের দিন রোমের ভ্যাটকান সিটিতে বিশেষ প্রার্থনায় ভাষণ দেন পোপ। সেন্ট পিটার্স বাসিলিকায় প্রতিবছরই এই প্রার্থনা শুরু হয় রাত সাড়ে নটায়। এবার তা এগিয়ে আনা হয়েছে দুঘণ্টা। করোনার ধাক্কায় এবার তা শুরু হবে সাড়ে সাতটার সময়। সাধারণত পোপের ভাষণ চলে দেড়ঘণ্টা। এবার করোনার নৈশ কার্ফুর জন্য তা রাত দশটার বেশ আগেই শেষ করতে হবে যাতে পূণ্যার্থীরা বাড়ি ফিরতে পারেন তার আগেই। প্রতিবছর লাখে লাখে মানুষ জড়ো হতেন পোপের ভাষণ শুনতে। কিন্তু শারীরিক দূরত্ববিধির জন্য এবার ভিড় হবে কম। ৮৩ বছরের পোপও দেখা সাক্ষাৎ কমিয়ে দিয়েছেন। তিনি মুখে মাস্ক পরেন না তিনি।
শুধু ইতালিই নয়, ক্রিসমাসে ইউরোপের নানা দেশ তাদের বিধিনিষেধ কোথাও শিথিল করছে, কোথাও কঠোর। ১৫ ডিসেম্বর থেকে লকডাউন শিথিল হচ্ছে ফ্রান্সে। তবে বিশেষ উদ্বেগের এলাকাগুলিতে আরও কঠোর হচ্ছে বিধি। সংক্রমণ বাড়তে থাকায় ফের চালু হচ্ছে নৈশ কার্ফু। জার্মানির বার্লিনে ক্রিসমাসের সময় আরও কঠোর হচ্ছে লকডাউন। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
إرسال تعليق
Thank You for your important feedback