হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের মালিকানার স্বত্ত্ব ছাড়তে হতে পারে ফেসবুককে। মার্ক জুকেরবার্গের এই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই ২টি মামলা করেছে আমেরিকার সরকার এবং আমেরিকার অধিকাংশ প্রদেশ। ওই মামলায় সুপারিশ করা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই ৩টি অ্যাপ্লিকেশন একসঙ্গে থাকা উচিত নয়।
২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। অভিযোগ, ছোট কোম্পানিগুলিকে হটিয়ে তথ্য প্রযুক্তি সেক্টরে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে এই সংস্থা। এমনকী, হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম প্রতিপক্ষ হয়ে উঠছে দেখে এই দুই সংস্থাকেও কেনার সিদ্ধান্ত নেয়। আর ফেসবুকের “buy or bury” নীতির কাছে হার স্বীকার করে নেয় তারা।
তবে এই আইনি জটিলতায় প্রভাব পরতে পারে ব্যবহারকারীদের উপর। টেকওভারের পর এই তিনটি অ্যাপ্লিকেশনেই অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। এদিকে মালিকানা ছাড়তে হলে সমস্যায় পড়বে ফেসবুকও। মামলার কথা সামনে আসতেই বেকায়দায় পড়েছে জুকেরবার্গের সংস্থা। ফেসবুকের শেয়ারেও বড়সড় ধাক্কা লাগে। এরমধ্যে স্বত্ত্ব ছাড়তে হলে তা সংস্থার অস্তিত্বের সঙ্কট হতে পারে বলেও মনে করছেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback