বৃহস্পতিবার একমাসে পড়ল কৃষকদের আন্দোলন। ভাসা ভাসা নয়, নির্দিষ্ট প্রস্তাব পেলে তাঁরা কেন্দ্রে সঙ্গে আরও একবার বৈঠক করতে রাজি বলে জানিয়েছেন। তবে সেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতা দিতে হবে বলে তাঁরা দাবি করেছেন। বুধবার একশো জন কৃষক নেতার উপস্থিতিতে এক বৈঠকে ঠিক হয়েছে, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কৃষি আইন প্রত্যাহার না করা হলে দিল্লি সীমান্ত থেকে তাঁরা সরে যাবেন না। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে যোগেন্দ্র যাদব বলেছেন, অর্থহীন আলোচনার আর কোনও অর্থ হয় না। সরকারের তরফে কৃষক আন্দোলন ভাঙার মরিয়া চেষ্টা চলছে।
অন্যদিকে, এদিনই রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। তাঁরা কোবিন্দের হাতে কৃষি আইন বাতিলের দাবিতে ২ কোটি গণস্বাক্ষর সহ স্মারকলিপি জমা দেবেন। গত তিনমাস ধরে এই সই সংগ্রহ করা হয়েছে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার খোলখুলি কৃষকদের অপমান করে চলেছে। তার আগে বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করবেন তাঁরা। পাশাপাশি পরপর পাঁচটি বৈঠক ব্যর্থ হওয়ার পরেও কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমারের দাবি, আলোচনার মাধ্যেমই সব সমস্যা মিটে যাবে।
إرسال تعليق
Thank You for your important feedback