অবস্থান আরও কঠোর, পথ অবরোধে নামছেন কৃষকরা


কৃষি আইন নিয়ে নিজেদের অবস্থান আরও কড়া করলেন কৃষক নেতারা। তাঁদের স্পষ্ট কথা, সরকার আইন বাতিল না করলে তাঁরা তা করতে বাধ্য করবেন। তাঁরা তাঁদের আন্দোলনের জয় ছাড়া আর কিছুই চান না। বুধবার তাঁরা দিল্লি-হরিয়ানা সীমান্তে চিল্লায় পথ সম্পূর্ণ অবরোধ করবেন। তাঁদের কথা যতদিন তাঁদের আটকানো হবে ততদিনই তাঁদের প্রতিবাদ আরও জোরালো হবে। ২০ ডিসেম্বর তাঁরা আন্দোলনের সময় মৃত ২০ জন কৃষকের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবেন। 

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের রাজ্য গুজরাতে বলেছেন, দিল্লিতে কৃষকদের ভুল বোঝানোর চক্রান্ত হচ্ছে। তিনি বলেছেন, কৃষি আইন কৃষকদের জন্য অত্যন্ত উপকারী। দিল্লি সীমান্তে বসে থাকা কৃষকরা বলছেন, সরকার বলে চলেছে আইন বাতিল হবে না। তাঁরা আইন রদ করিয়েই ছাড়বেন। অন্যদিকে, বিজেপির মনোহরলাল খট্টারের সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন এক নির্দল বিধায়ক। সরকারের শরিক জেজেপি কৃষকদের আন্দোলনকে সমর্থন করছে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم