আন্দোলনের বদনাম করবেন না, কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে চিঠি কৃষকদের

সরকারের প্রস্তাব তাঁরা মানছেন না। বুধবার কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক নেতারা কেন্দ্রের কাছে লিখিতভাবে এই কথা জানিয়ে দিয়েছেন। ওই আইনের নানা বিষয়ে ছাড় দিয়ে কেন্দ্রের তরফে ৯ ডিসেম্বর যে চিঠি তাঁদের কাছে পাঠানো হয়েছিল, এটা তারই জবাব। 


কেন্দ্রীয় কৃষিসচিব বিবেক আগরওয়ালকে লেখা এই চিঠিতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পাল লিখেছেন, কৃষক সংগঠনগুলি যৌথভাবে কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফে ৫ ডিসেম্বর যা যা বলা হয়েছিল সেগুলোই লিখিতভাবে জানানো হয়েছে মাত্র। তাঁর কথা, সরকার কৃষকদের আন্দোলনকে বদনাম করা বন্ধ করুক। সেইসঙ্গে অন্য কৃষক সংগঠনের সঙ্গে সমান্তরাল বৈঠক করাও বন্ধ করুক। 


অন্যদিকে, কৃষি আইন নিয়ে নিজেদের অবস্থান আরও কড়া করেছেন কৃষক নেতারা। তাঁদের স্পষ্ট কথা, সরকার আইন বাতিল না করলে তাঁরা তা করতে বাধ্য করাবেন। তাঁরা তাঁদের আন্দোলনের জয় ছাড়া আর কিছুই চান না। বুধবার তাঁরা দিল্লি-হরিয়ানা সীমান্তে চিল্লায় পথ সম্পূর্ণ অবরোধ করবেন। ২০ ডিসেম্বর তাঁরা আন্দোলনের সময় মৃত ২০ জন কৃষকের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবেন।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم