মোদির কথায় চিঁড়ে ভেজেনি, দাবিতে অনড় কৃষকরা


প্রধানমন্ত্রীর আবেদনেও চিঁড়ে ভেজেনি। আন্দোলনরত কৃষকরা জানিয়ে দিয়েছেন, স্বামীনাথন কমিশনের সুপারিশমতো ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তাঁরা পান না। ন্যায্য দাম পাচ্ছেন না বলে চাষিরা আত্মহত্যা করছেন। কৃষক নেতারা জানিয়েছেন, উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের চাষিরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুক্রবারই কৃষি আইনের পক্ষে জোরদার সওয়াল করে মোদি বলেছিলেন, বিরোধীরা স্বামীনাথন কমিশনের রিপোর্ট আটবছর ফেলে রেখেছিল। তাঁরা তা কার্যকর করেছেন।

প্রধানমন্ত্রী স্বামীনাথন কমিশনের রিপোর্ট কার্যকর করার যে দাবি করেছেন, তাঁদের মতে, তা অসত্য। কেন্দ্র মুখে ন্যূনতম সহায়ক মূল্যের কথা বললেও আইনে তা কোথাও লেখা নেই। রাকেশ টিকায়েত বলেছেন, কৃষকরা ভিখারি নন। তাঁরা ৫০০ টাকার দান চান না। আখের চাষিরা ফসলের বকেয়া দাম না পেলেও চিনিকলের মালিকদের রফতানিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। 

অন্যদিকে, নয়ডায় গলায় ফাঁস জড়িয়ে প্রতীকী আত্মহত্যার হুমকি দিয়েছেন কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে চিল্লা সীমান্তে দিল্লি-নয়ডা লিঙ্ক রোডের একাংশ আটকে বসে রয়েছেন কৃষকরা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم