কৃষি আইন বাতিলের দাবিতে সোমবার সব কৃষক সংগঠনের নেতারা অনশনে বসছেন। সকাল আটটা থেকে বিকেল পাঁচটি পর্যন্ত চলবে তাঁদের অনশন। সহ জেলা সদর দফতরেও বিক্ষোভ দেখানো হবে। কিছু কৃষক সংগঠন সরকারের পাশে দাঁড়ানোয় তাদের কড়া নিন্দা করেছেন কৃষক নেতারা। তাঁদের কথা, 'ওরা আমাদের কেউ নয়। ওরা সরকারের সঙ্গে মিলে আন্দোলনে ভাঙন ধরাতে চাইছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।' অনশনে অংশ নিচ্ছেন ইউনাইটেড ফার্মার্স ফ্রন্টের ৪০ নেতাও। অনশন করার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
অন্যদিকে, কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করেছেন কৃষকরা। রবিবার পুলিশ তাঁদের 'দিল্লি চলো' অভিযান আটকালে তাঁরা আলওয়ারের শাহজাহানপুরে সড়কেই বসে পড়েন। বহু কৃষক সংগঠনের লোকজন বেহরোর, কোটপুতলি, শাহজাহানপুর থেকে দিল্লি সীমান্তে জড়ো হচ্ছেন। সেখানে পৌঁছেছেন মেঝা পাটেকর, যোগেন্দ্র যাদব, সিপিএম নেতা আমরা রামের মতো রাজনৈতিক-সমাজকর্মীরা। পুলিশ তাঁদের এগোতে দিচ্ছে না। তাঁরা জানিয়েছেন, রাস্তা আটকানোর কোনও অভিপ্রায় তাঁদের নেই। পুলিশ তাঁদের দিল্লি যেতে দিলে তাঁরা অবরোধ তুলে নেবেন।
إرسال تعليق
Thank You for your important feedback