ড্র দিয়েই বছর শেষ করল বার্সেলোনা

মঙ্গলবার লা লিগায় আইবারের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা। এদিন চোটের কারণে মাঠে নামেননি লিওনেল মেসি। এদিন তাঁর জায়গায় খেলতে নেমেছিলেন মার্টিন ব্রেথওয়েট। ম্যাচর প্রথম থেকে একাধিক গোল করার সুযোগ নষ্ট করে বার্সোলোনা খেসারত দিল। ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মার্টিন ব্রেথওয়েট। কিন্তু ৫৭ মিনিটে কিকে গোল করে এগিয়ে দেয় আইবারকে। 

পিছিয়ে পরে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা ফুটবলাররা।  ফলে গোল খাওয়ার ১০ মিনিটের ব্যবধানে ডেম্বেলে গোল করে  সমতা ফেরায় স্পেনের বার্সেলোনাকে। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলেই। এদিনের ম্যাচে মেসির অভাব হাড়ে হাড়ে টের পেলেন বার্সা কোচ। তাই ড্র করেই বছর শেষ করল ডেম্বলে- গ্রিজম্যানরা। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট বার্সেলোনার।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم