বর্তমানের দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেললেন রার্য়ান মিউনিখের পোলিশ স্ট্রাইকার রর্বাট লেবানডস্কি। প্রথমবার তিনজনের তালিকায় মনোনীত হয়েই জিতে নিলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। করোনার জন্য ২০২০ সালের ফিফার অনুষ্ঠান হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। তাই মরশুমের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা হতেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পৌঁছে যান লেওয়ানডস্কির কাছে। তিনি নিজেই তাঁর হাতে বর্ষসেরা ফুটবলারর ট্রফি তুলে দিয়েছেন। অন্যান্য বিভাগেও বর্ষসেরা ফুটবলার, কোচের নাম জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। এক ঝলকে দেখে নিন তালিকা....
ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় (Mens) : রর্বাট লেওনডস্কি (বার্য়ান মিউনিখ)
🗣️ "As a young player I always used to watch @Ronaldo and @RomarioOnze. I learned a lot from watching them. I’d tell my 16-year-old self that you can always play well, regardless of where you’re from," said @lewy_official after becoming #TheBest
— FIFA.com (@FIFAcom) December 18, 2020
🔴 @FCBayern | @LaczyNasPilka 🇵🇱
ফিফার বর্ষসেরা মহিলা খেলোয়াড় (Womens) : লুসি ব্রোঞ্জ (ম্যাঞ্চেস্টার সিটি)
ফিফার বর্ষসেরা পুরুষ গোলকিপার (Mens) : ম্যানুয়েল নয়্যার (বার্য়ান মিউনিখ)
ফিফার বর্ষসেরা মহিলা গোলকিপার (Womens) : সারহা বউহাদ্দি (অলিম্পিক লিঁও)
ফিফার বর্ষসেরা পুরুষ কোচ (Mens) : জুর্গেন ক্লপ (লিভারপুল)
🗣️ "I have so many people to thank, especially and most of all my coaches. What we did in the last few years is really special, and it's all about these boys."
— FIFA.com (@FIFAcom) December 17, 2020
🏆 Jurgen Klopp was humility personified as he accepted #TheBest FIFA Men's Coach Award @LFC | #FIFAFootballAwards pic.twitter.com/ZSKnfvIqnv
ফিফার বর্ষসেরা মহিলা কোচ (Womens) : সারিনা ওয়েইমান (নেদারল্যান্ডস)
ফিফার বর্ষসেরা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : মাত্তিয়া অগনিস
ফিফার বর্ষসেরা গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’ : সন হিউং-মিন (টটেনহাম হটস্পার)
ফিফার বর্ষসেরা ফ্যান অ্যাওয়ার্ড : মেরিভাল্ডো ফ্রান্সিসকো দ্য সিলভা
إرسال تعليق
Thank You for your important feedback