নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিজেপি ধীরে ধীরে
ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠন তৈরি করেছে, কোথাও তারা দু নম্বরে, কোথাও বা
তিনে। কিন্তু কেরল এবং তামিলনাড়ুতে সুবিধা করতে পারেনি। আসলে হয়নি হিন্দি
বলয়ের দল বলেই দক্ষিণ ভারত তাদের গ্রহণ করেনি। কিন্তু এবার স্ট্র্যাটেজি
বদলে তারা এই দুই রাজ্যেও সংগঠন বাড়াচ্ছে। সম্প্রতি বিজেপির জোটে সঙ্গী
এআইডিএমকের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে নিজেরাই কয়েক মাস ধরে সংগঠনে জোর
দিয়েছে। প্রথমে ঠিক ছিল রজনীকান্তের সাথে জোট বাঁধবে তারা। কিন্তু
মঙ্গলবার রজনী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতিতে নেই। এবার তারা
টার্গেট করেছিল সেলেবদের দলে এনে শক্তি তৈরি করা।
বিজেপিতে যোগ দিলেন
লক্ষ্মণ শিবরামকৃষ্ণ। তিনি প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার, ওয়ানডেও
খেলেছেন। তারপর খেলা ছেড়ে গত ২০ বছর কমেন্ট্রি বক্সে ঢুকে গিয়েছেন।
ইংরেজিতে বেশ পারদর্শী শিবা, ধারাবিবরণীও মানুষ গ্রহণ করেছে। এবার সামনে
২০২১-এর ভোট, সুতরাং তিনি হবেন অন্যতম প্রচারক। এর আগে হিন্দি তথা তামিল
অভিনেত্রী খশবু সুন্দর যোগ দিয়েছেন। যোগাযোগ করা হচ্ছে ডিএমকে নেতা
স্তালিনের দাদা এম কেআলগিরির সঙ্গে। যতটা খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে
সমস্ত আসনে প্রার্থী দেবে বিজেপি তাঁর নয়া জোটসঙ্গী নিয়ে।
إرسال تعليق
Thank You for your important feedback