অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। গত কয়েকদিনের তুলনায় বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে সোমবার জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধবাবু নিজেই ফল খেতে পারছেন। তাঁকে সকালে খবরের কাগজও পড়ে শোনানো হয়েছে।
তবে এখনও তাঁর নন ইনভেসিভ ভেন্টিলেটরের (বাইপ্যাপ) সাপোর্ট সরানো হয়নি। তবে ক্যাথিটার সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিনের তুলনায় তাঁর রক্তচাপ, পালসরেট ও হৃদযন্ত্রের কাজ স্বাভাবিক। কিডনি সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবেই কাজ করছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথাও বলছেন। ইতিমধ্যেই ফিজিওথেরাপি শুরু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও তাঁর চিকিৎসা চলবে এবং সমস্ত নিয়ম মেনে চলতে হবে তাঁকে।
إرسال تعليق
Thank You for your important feedback