ঋদ্ধি দলে থাকুন, চাইছেন প্রাক্তন উইকেটকিপাররা

যত দোষ নন্দ ঘোষের মতো, বক্সিং টেস্টে বাদ পড়তে পারেন এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এতে দারুন চটেছেন কিরমানি, কিরণ মোরের মতো প্রাক্তন উইকেটকিপাররা। আগের টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার দায় কি শুধু ঋদ্ধির, প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। আগামীকাল নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি মেলবোর্নে। এখনই জানা গেল, দলের বেশ কিছু পরিবর্তন হতে চলেছে তার অন্যতম ঋদ্ধিমান।

এখানেই মুখ খুলে তীব্র প্রতিবাদ করেছেন ১৯৮৩ বিশ্বকাপের উইকেটকিপার সৈয়দ কিরমানি। তিনি জানিয়েছেন, খুব অবাক হওয়ার বিষয় হবে যদি ঋদ্ধি বাদ যায়। ৩৬ রানে ইনিংস শেষ হওয়ার দায় কি একা ঋদ্ধির ? বাকিরা কি করছিলেন ? কিরণ জানান, অস্ট্রেলিয়ায় স্পিন বলে কিপিং করা খুব কঠিন, ভীষণই বাউন্স করে বল। এখানে ঋদ্ধির মতো কেউ আছে নাকি ? তাঁরা দুজনেই জানান, এই মুহূর্তে বিশ্বসেরা ঋদ্ধি, একটা ম্যাচ খেলানোর জন্য কি তাঁকে সুস্থ করে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল? প্রাকটিস ম্যাচে ঋষভ পন্থের শত রান আছে, এই যুক্তির উত্তরে তাঁরা বলেন, প্র্যাকটিস ম্যাচ আর টেস্ট কি এক নাকি? আর প্র্যাকটিস ম্যাচে তো ঋদ্ধিও ভালো ব্যাট করেছিল। এছাড়া এখন দলে কোহলি ফিরে আসার পর ঋদ্ধিই সব থেকে সিনিয়র খেলোয়াড় সুতরাং তাঁকে দলে রেখে খেলার স্ট্রাটেজি কি হবে আলোচনা হোক।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم