আইল অফ উইটে চতুর্থ মনোলিথ


আমেরিকা, রোমানিয়ার পর এবার মনোলিথের দেখা মিলল ব্রিটেনে। কোথা থেকে আসছে আবার তা গায়েবই বা কোথায় হচ্ছে এই চকচকে ধাতব বস্তু-মনোলিথ, সেই নিয়ে দানা বেঁধেছে রহস্য। সোশাল মিডিয়াও সরগরম এই আলোচনায়। এই রহস্যে এবার নতুন সংযোজন ব্রিটেনের আইল অফ উইট। রহস্যময় এই প্রিজম আকারের স্তম্ভটি উচ্চতায় ১০-১২ ফুট।  


স্থানীয় সূত্রে খবর, টম ডানফোর্ড নামের এক ব্যক্তি প্রথম এই রহস্যময় বস্তুটি দেখেন। তিনি জানান,' আমি কিছুদিন আগেই এই মনোলিথের বিষয়ে জেনেছি। আমি ও আমার বাগদত্তা পোষ্য কুকুরকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটছিলাম তখনই হঠাৎ আমার নজরে পড়ে।' উটাহ, রোমানিয়া ও ক্যালিফোর্নিয়ার পর ব্রিটেনে চতুর্থ মনোলিথ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তা দেখার জন্য ভিড় জমিয়েছেন উৎসাহী মানুষজন। সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে নতুন জল্পনা।


 


প্রসঙ্গত, ১৮ নভেম্বর আমেরিকার উটাহ অঞ্চলে প্রথম দেখা মেলে এই চকচকে ধাতব প্রিজম আকৃতির রহস্যময় বস্তুর। আবার ২৭ নভেম্বর হঠৎই সেটি গায়েবও  হয়ে যায়। এদিকে ২৬ নভেম্বর রাতেই প্রায় একরকম দেখতে একটি মনোলিথের দেখা মেলে রোমানিয়ায়। আর রোমানিয়ায় যে পাহাড়ে মনোলিথটি দেখা গিয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব যেমন রয়েছে, পাশাপাশি ওই পাহাড়টিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। সেটিও কিছুদিন পর গায়েব হয়ে যায়। স্বভাবতই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়, সে জল্পনা আরও জোরালো হয় ক্যালিফোর্নিয়ায় তৃতীয় মনোলিথের দেখা মিলতেই। 


 


অনেকেই আবার এরসঙ্গে ভিনগ্রহের প্রাণীদের যোগ খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, এই মনোলিথের মাধ্যমেই পৃথিবীবাসীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তারা। আবার একদলের মতে কেউ নিছক মজা করতে কিংবা নতুন কোনও সিনেমা বা টিভি সিরিজের প্রচারের কৌশলও হতে পারে। সবমিলিয়ে কে বা করা এই মনোলিথ তৈরি করছে বা রেখে যাচ্ছে তা কেউ বলতে পারছেন না, সবমিলিয়ে ক্রমশই জোরাল হচ্ছে এই মনোলিথ রহস্য।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم