এবার করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। বৃহস্পতিবার তিনি জানান, আপাতত কয়েক সপ্তাহের জন্য তিনি নিজের বাড়িতেই স্বেচ্ছাবন্দি থাকবেন। প্রেসিডেন্ট দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়, ৪২ বছরের প্রেসিডেন্ট কোভিড -১৯ আক্রান্ত। প্রথম লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পরীক্ষা করা হয়েছিল। ফ্রান্সের জাতীয় বিধি মোতাবেক সাতদিনের জন্য নিজেকে বিচ্ছিন্ন করে রাখবেন। বাড়িতে থেকেই তিনি যাবতীয় কাজ করবেন।
চলতি সপ্তাহের শুরুতেই ফ্রান্সে করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়মে কড়াকড়ি কিছু কমেছিল। তবে সংক্রমণ ঠেকাতে রাত ৮টা থেকে কারফিউ জারি রয়েছে। এমনকী এই উৎসবের মরসুমে যাতে সংক্রমণ না ছড়ায় তারজন্য রেস্তোঁরা ও ক্যাফের পাশাপাশি থিয়েটার এবং সিনেমাহলগুলিও বন্ধ রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback