গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়ে বিপাকে বনশালি-আলিয়া

এবার আইনি জটিলতায় জড়াল সঞ্জয়লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর কিছুদিন আগেই শুরু হয়েছিল শ্যুটিং। তার মাঝেই শুরু বিতর্ক। বনশালি ও আলিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলেন গাঙ্গুবাইয়ের পরিবার। অভিযোগ, সিনেমায় গাঙ্গুবাইয়ের চরিত্রকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে দর্শকদের কাছে। শুধু পরিবারের তরফেই নয়, সূত্রের খবর  মুম্বই সিভিল কোর্টে মামলা দায়ের করেছেন ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বই’ বইটির লেখক হোসেন জায়দিও। এই বইটির উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি করছিলেন সঞ্জয়লীলা বনশালি। জানা গেছে, আগামী বছরের ৭ জানুয়ারি আদালতে হাজিরা দিতে হবে তাঁদের।  


এই প্রথম নয় এর আগেও নিজের সিনেমার জন্য বিপাকে পরেছেন বনশালি। দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর, রনভীর সিং অভিনীত পদ্মাবত নিয়ে বিতর্ক কম হয়নি। এবার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়েও একই ঘটনা। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পরিচালক। করোনার জন্য শুটিং বন্ধ থাকায় বেশ কিছুটা আর্থিক ক্ষতির মুখেও পরতে হয়েছে বনশালিকে, এখনও বাকি রয়েছে অধিকাংশ শুটিং। 

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন জয়ন্তীলাল গাদা ও সঞ্জয়লীলা বনশালি। প্রথমে গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। পরে তাঁর বদলে নাম ভূমিকায় নেওয়া হয় আলিয়াকে। বছরের প্রথমে আলিয়ার নতুন লুক বেশ প্রশংসা কুড়োয় দর্শকদের। তবে এখন এই মামলার রায়ের ওপরই নির্ভর করেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-র ভবিষ্যৎ।    


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم