কোহলি ও বোর্ডের তীব্র সমালোচনা গাভাসকারের

৩৬ রানে অলআউট হওয়ার পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসার জন্য কোহলি এবং BCCI কে তুলোধোনা করলেন প্রবাদপ্রতিম সুনীল গাভাসকর। তিনি এক নতুন উদাহরণ তুলে ধরলেন। জানালেন, ভারতীয় পেসার টি নটরাজন আইপিএলের প্লেঅফ চলাকালীন প্রথম বারের মতো বাবা হন। তিনি দেশে ফিরতে চেয়েছিলেন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে অস্ট্রেলিয়া সফরের জন্য বিমানে তুলে দেয়। টি ২০ শেষ হওয়ার পরেও তাঁকে দেশে ফিরতে দেওয়া হয়নি। তাঁকে বলা হয় নেট বোলার হতে। সানি বলেন, ভেবে দেখার বিষয় একজন ম্যাচ উইনারকে (অন্য ফর্ম্যাটে ) নেট বোলার হিসাবে আটকে রাখা হচ্ছে জানুয়ারির তৃতীয় সপ্তাহ অবধি অথচ বিরাট যখন বাবা হতে চলেছে তখন প্রথম টেস্ট খেলেই তাঁকে ছুটি দেওয়া হচ্ছে। এই বৈষম্য চলেছে বোর্ডের অন্দরে।

পাশাপাশি সুনীল, রবিচন্দ্রন অশ্বিনের প্রসঙ্গও তুলে আনেন। তিনি বলেন, অশ্বিনের বোলিং নিয়ে কোনও মূর্খও প্রশ্ন তুলবে না কিন্তু ও ভীষণই স্পষ্ট বক্তা। যে কোনও ফর্ম্যাটের ক্রিকেট নিয়ে দলের অন্দরে প্রশ্ন তোলেন এবং একটু খারাপ খেললেই তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়, এ কেমন বিচার ? গাভাসকরের সমালোচনার পক্ষে নেট দুনিয়া গর্জে উঠেছে |         


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم