২০২০ সালের বিদায়ের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ঘড়ির কাঁটা রাত ১২ টা ছুঁলেই নতুন বছর ২০২১কে স্বাগত জানাবে বিশ্ববাসী। আর বছরের এই শেষদিন নিউ ইয়ার্স ইভ উপলক্ষে গুগল বানিয়েছে একটি বিশেষ ডুডল (Doodle)। বিশেষ বিশেষ দিনে গুগল ডুডল দেখতে অপেক্ষা করেন ব্যবহারকারীরা। আর ২০২০-র শেষ ডুডল নিরাশ করেনি তাঁদের।
ডুডলটিতে দেখা যাচ্ছে, ইংরেজিতে গুগল লেখাটির একটি 'O'-কে পুরানো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ি হিসেবে দেখাঁপ হয়েছে। তাতে ২০২০ লেখা রয়েছ। ডুডলে 'গুগল' র বাকি অক্ষরগুলিও আলোয় সাজানো রয়েছে। তবে ২০২০-এর এই ঘড়িটির কাউন্টডাউন চলছে। ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁলেই নতুন বছরকে স্বাগত জানাবে গোটা পৃথিবী। শুধু এটিই নয়, ডুডলটি ক্লিক করলেই কনফেটি দিয়ে নববর্ষ উদযাপনের একটা আমেজও তৈরি করেছে গুগল। এছাড়া যদি গুগলে নিউ ইয়ার্স ইভ সার্চ করলে ডানদিকে একটি অ্যানিমেটেড কনফিটি কোনও দেখা যাবে। সেটি পপ করলেই ফের কেবল এটিতে ক্লিক করলেও পেজ জুড়ে নেমে আসবে কনফেটি।
إرسال تعليق
Thank You for your important feedback