কাশ্মীর উপত্যকায় ঝড় গুপকারের, জম্মুতে বিজেপির

ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে কাশ্মীরে ডিভিশনে গুপকার জোটের ঝড়। শুধু তাই নয়, জম্মুতেও থাবা বসিয়েছে তারা। একা ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সই জম্মুতে ২৫টি আসনে জয়ী হয়েছে। জোট অনেক এগিয়ে থাকলেও বিজেপি জম্মু কাশ্মীরে একক গরিষ্ঠ দল হলেও কাশ্মীর উপত্যকায় পেয়েছে মাত্রই তিনটি। ৫ আগস্টের পর ফের সাধারণ রাজনৈতিক কাজকর্ম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনে রয়েছে দুই পরিচিত প্রতিদ্বন্দ্বী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রাটিক পার্টি ও ফারুকের ন্যাশনাল কনফারেন্স। কাশ্মীর উপত্যকায় এই জোট বিপুল সমর্থন পেয়েছে। এই জোটে রয়েছে পিপিলস কনফারেন্স, সিপিএম, আওয়ামি ন্যাশনাল কনফারেন্স ও পিপলস মুভমেন্ট।

২৮০ আসনের নির্বাচনে জানা গিয়েছে ২৭৬টির ফল। গুপকার জোট পেয়েছে ১১০টি, বিজেপি ৭৫টি। কংগ্রেস তৃতীয় স্থানে, পেয়েছে ২৪টি। অন্য দল ও নির্দলরা জিতেছে ৭৫টিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার কাশ্মীর রাজনীতিতে জোরদার চ্যালেঞ্জ আসবে জোটের কাছ থেকে। বিজেপি দল হিসেবে একক গরিষ্ঠ হলেও তাদের আসনের প্রায় সবই এসেছে হিন্দু প্রধান জম্মু, উধমপুর, কাঠুয়া ও সাম্বা জেলা থেকে।  ৩৭০ ধারা রদ বাতিলের দাবি যে ক্রমেই উপত্যকার জোরালো হবে তা বোঝা খুব একটা কঠিন নয়। ভোটের ফলের পর ইতিমধ্যেই জোট দাবি করছে, কাশ্মীরের মানুষ ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ জানিয়েছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم