হাবাসের চিন্তা হায়দরাবাদের বিরুদ্ধে দলের রক্ষণ নিয়ে


শুক্রবার ফাতোরদা স্টেডিয়ামে এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে এটিকে-মোহনবাগান। তবুও জামশেদপুর এফসির কাছে ২ গোলে হেরে  চাপে রয়েছেন দলের হেড কোচ হাবাস। অন্যদিকে, হায়দরাবাদ এফসি এখনও পর্যন্ত অপরাজিত। গত ম্যাচে সেটপিস থেকে দুটি গোল করে জামশেদপুর। তাই শুধু রক্ষণ নয়, মিডফিল্ড নিয়েও চিন্তিত হাবাস। হাবাস বললেন,“এটাও মাথায় রাখতে হবে, চোটের জন্য সুসাইরাজ নেই। ডেভিড উইলিয়মস, জাভি হার্নান্ডেজকে নিয়েও সমস্যা রয়েছে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে তুলতে পারব বলে আশা করছি।” আজও হাবাস তাকিয়ে রয়েছে রয় কৃষ্ণার দিকে। তিনি চার ম্যাচ খেলে ৪ গোল করেছেন। লিগ তালিকার চার ম্যাচ খেলে ৩ নম্বরে রয়েছে এটিকে-মোহনবাগান। অপরদিকে হায়দরাবাদ ৫ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৭ নম্বরে রয়েছে।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم