দলিত ভোট পেতে বাংলায় প্রার্থী দিচ্ছে হাম


জিতনরাম মাজি, একসময় বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দলিত প্রতিনিধি ছিলেন তিনি, জগজীবন রামের অনুপ্রেরণায় রাজনীতিতে আসা। বর্তমানে তাঁর দল হিন্দুস্থান আওয়াম মোর্চা (এস) বা হাম, NDA এর অন্যতম শরিক, বিহারে জোট বেঁধে লড়েছিল জিতনের দল এবং অল্প আসনে প্রার্থী দিয়ে ৪টি আসন জয় করে তারা। জিতনের বক্তব্য, দেশে দলিরা শিক্ষার মর্যাদা পাচ্ছে না বিশেষ করে পূর্ব ও উত্তর ভারতের। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় সে কারণেই প্রার্থী দিতে চায় তাঁরা।

হাম-এর সাধারণ সম্পাদক সন্তোষকুমার সুমন সংবাদমাধ্যমকে জানালেন যে, তাঁরা পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রার্থী দেবেন নিশ্চিত। এক প্রশ্নের উত্তরে সুমন জানান, কতগুলো আসনে প্রার্থী তাঁরা দিচ্ছেন তা এখনই ঠিক হয়নি। এখন প্রশ্ন, তাঁরা কি বিজেপির সাথে আসন রফা করে প্রার্থী দেবেন নাকি আলাদা লড়বেন ? এ বিষয়ে মুখ খুললেন না হাম প্রতিনিধি। কিন্তু বনগাঁ, উত্তরবাংলা সহ বিভিন্ন প্রান্ত যে তাঁদের টার্গেট তা জানিয়ে দিলেন সুমন।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم