নতুন ফিনিশার হার্দিক

কপিলদেব খেলা ছেড়েছেন মধ্য ৯০-এ। কিন্তু তারপর ফাস্ট বোলার অলরাউন্ডার ভারতে আসেনি। কিন্তু গত বিশ্বকাপ থেকে একটি নাম ক্রিকেট প্রেমীদের মুখে মুখে হার্দিক পান্ডিয়া। গুজরাতের ছোট শহরে জন্ম, আর্থিক সমস্যায় পড়াশুনা চালিয়ে যেতে পারেননি। কিন্তু ক্রিকেট অন্ত প্রাণ, খেলতে পারতেন বলে বিভিন্ন ক্লাবে ডাক পড়ত। তারপর নজরে পড়েন বরোদা বোর্ডের। সেখানেই খেলা শুরু। ভারতের হয়ে সুযোগ আসে অনেক পরে।

বেপরোয়া চরিত্র, দুমদাম মন্তব্য করে বিপাকে পড়েছেন বহুবার। একবার এক টিভি শোয়ে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন যে ২০১৮ তে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়, সাথে বোর্ডের জরিমানা হয় ২০ লক্ষ টাকা। পরে তিনি জানিয়েছিলেন যে, তিনি অত ইংরেজি বোঝেন না। কাজেই ওকে প্রশ্ন করা 'মিসোজিনিস্ট' মানেটাই ধতে পারেননি। মাঠেও একই বেপরোয়া হার্দিক, ব্যাটসম্যান খেলা ধরলেই বাউন্সার আবার দরকারের সময়ে নন টেকনিকাল ব্যাটিং | শনিবার তো এইভাবেই তুললেন ভারতের রান। এর আগেও শেষ ওভারগুলোতে এরকমই বেপরোয়া ব্যাটিং করেছেন হার্দিক। ধোনির বিকল্প পেয়ে গেলো ভারত।       

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم