আগেকার দিনে পক্স থেকে সুস্থ হওয়ার পর বাড়ির বয়স্কদের উপদেশ থাকত রোদে না বেরোনোর। কারণ ধুম জ্বর আসতে পারে। জন্ডিস হওয়ার পর ডাক্তারের উপদেশ থাকত অন্তত তিনবছর জল ফুটিয়ে খাওয়ার, নইলে গ্যাস্ট্রিক হতে পারে। তেমনই সতর্কতা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও খুব সাবধানে থাকা দরকার বলছেন চিকিৎসা মহল। কী কী হতে পারে, উত্তরে চিকিৎসকরা জানাচ্ছেন, আসতে পারে উচ্চ রক্তচাপ। তার থেকে হার্টের সমস্যা, হতে পারে রাখতে শর্করা বৃদ্ধি। এই কারণে রক্ত পরীক্ষা এবং নিয়মিত রক্তচাপ দেখা দরকার।
চিকিসকরা আরও জানাচ্ছেন, করোনার পর দেখা যাচ্ছে কেউ কেউ মানসিক রোগগ্রল্ত হচ্ছেন অথবা তাঁদের স্নায়ুর রোগ দেখা যাচ্ছে। ফুসফুসে ফেব্রেসিসের মতো রোগ দেখা যাচ্ছে, এটি কিন্তু খুবই খারাপ, বুকের কষ্ট হলে এক্সরে করতে হবে। যেটাই হোক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
إرسال تعليق
Thank You for your important feedback