আমফানে ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতি নিয়ে সিএজি (Comptroller and Auditor General of India) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর আমফানে ত্রাণ বন্টনে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
এদিন ওই রায়ের পুনর্বিবেচনার আবেদন শুনলোই না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বরং বেঞ্চ জানিয়ে দেয়, প্রয়োজনে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সেই সঙ্গে এই রায় বদল করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেয়েছেন কি না তার তালিকা পেশ করতে সিএজি-কে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি কোনও সরকারি আধিকারিক বা অন্য কেউ এই দুর্নীতিতে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিনের হাইকোর্টের রায়ে আবারও একবার ধাক্কা খেল রাজ্য সরকার।
إرسال تعليق
Thank You for your important feedback